বিনোদন ব্রেকিং নিউজ

মছলিবাবাকে হারিয়ে বাংলা শোকস্তব্ধ

চলে গেলেন মছলিবাবা। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি সিনেপ্রেমী থেকে বাঙালিরা। তারই মধ্যে চলে গেলের বাংলার সিনেমার আরও এক বর্ষীয়াণ অভিনেতা। সত্যজিৎ রায়ের ছবিতে সৌমিত্রের সঙ্গে অভিনয় করে গিয়েছেন তিনি। রবিবার প্রয়াত হয়েছেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মুখোপাধ্যায়। তাঁর বড় জামাই জয়ন্ত সর্দার জানান, কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কোমরের সমস্যা থাকায় শেষ চার বছর একেবারে শয্যাশায়ী ছিলেন। এমনকী ছিল হৃদযন্ত্রের সমস্যাও। রবিবার সকালে নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়।
এই ঘটনার খবর নিশ্চিত করে আর্টিস্ট ফোরাম জানিয়েছে, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা ও ফোরামের প্রাণের মানুষ, মনু মুখোপাধ্যায়, আজ প্রয়াত হয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর নশ্বর দেহ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাড়িতে রাখা থাকবে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে তিনি ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। সেখানেই তিনি প্রমাণ করেন যে জাত–অভিনেতা কেমন হয়। এই ছবি ১৯৫৯ সালে মুক্তি পায়। মৃণাল সেন ছাড়াও তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে। মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান–সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর প্রয়াণের খবর শোকের ছায়া নেমে এসেছে বাংলার চলচ্চিত্র জগতে।