দেশ ব্রেকিং নিউজ

সোমবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

উদ্বোধনের দুদিনের মধ্যেই প্রকৃতির রোষে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। প্রবল শিলাবৃষ্টির মাঝে বাজ পড়ে ক্ষতিগ্রস্ত পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। ফলে প্রবল যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। কার্যত প্রবল ঝড়বৃষ্টির মাঝে জাজপুর কেওনঝড় রোড স্টেশনের কাছে বৈতরণী নদীর লোহার ব্রিজের ওপর মাঝনদীতে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ট্রেনটি সম্পূর্ণ বৈদ্যুতিন ইঞ্জিনে চালিত হওয়ায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেনটি ঠিক সময়েই পুরী থেকে ছাড়ে। কিন্তু তারপরেই শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। তবে যাত্রীদের মধ্যে কোনও হতাহতের খবর নেই। দীর্ঘক্ষণ পর ডিজেল চালিত ইঞ্জিন এনে ট্রেনটিকে চালু করার ব্যবস্থা করে রেল। তারপরেই হাওড়ার উদ্দেশ্যে রওনা করানোর ব্যবস্থা করা হয়। রাত ৮টা ২০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ঘটনার জেরে হাওড়া-পুরী শাখায় সোমবার বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ রবিবারই ঘোষণা করেছে, ২২ মে হাওড়া-পুরী ও পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। ট্রেনটির ক্ষতি মেরামতের জন্য এইদিন ট্রেনটিকে বাতিল করা হয়েছে।

এদিন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে প্রায় কয়েক ঘন্টা দাড়িয়ে থাকে ভদ্রক স্টেশনের আগে। ওই এলাকায় প্রচন্ড ঝড়-বৃষ্টির জন্য ঘটে এই বিপত্তি। ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল। ফলে ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে যায়। তারটি ছিঁড়ে যাওয়ায় গোটা ট্রেনে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়। গোটা ট্রেন অন্ধকার হয়ে যায় ও এসি বন্ধ হয়ে যাওয়ায় গরম বাড়তে থাকে। চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা। ঘটনাস্থলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ভিতরে দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়।

রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেনের কাঁচ ভেঙে গিয়েছে। অনেকের দাবি ট্রেনের ওপর বাজ পড়ায় ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে ট্রেনের উইন্ডস্ক্রিন ও একটি বগির জানলার কাঁচ। পরে নিরাপত্তারক্ষী দল সেখানে গিয়ে পৌঁছায় ও ট্রেন মেরামতির কাজ শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে রাত ১০টার মধ্যেই হাওড়া স্টেশনে এসে পৌঁছায় পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস।