জেলা লিড নিউজ

ট্রেন বিভ্রাট বনগাঁ-শিয়ালদা লাইনে

সপ্তাহের শুরুতেই ট্রেন বিভ্রাট। ডাউন বনগাঁ-শিয়ালদা লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশনে স্টেশনে কোন ট্রেন এক ঘন্টা, কোন ট্রেন 45 মিনিট বা আবার কোন ট্রেন 30 মিনিট দাঁড়িয়ে আছে। অফিস সময়ে যাত্রীদের ভোগান্তি চরমে।

অফিসে টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সমস্যার সন্মুখীন নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি ষাঁড়কে ধাক্কা দেয় একটি ট্রেন। যার ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল চলাচল। এই দুর্ঘটনাটি ঘটে সংহতি স্টেশনের কাছে।। স্টেশনে ঢোকার মুখে একটি ষাঁড়কে ধাক্কা মারে ডাউন মাঝেরহাট লোকাল। দুর্ঘটনার পরেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে বহুক্ষণ। তখন আবার কিছু যান্ত্রিক ত্রুটিও দেখা যায়।ফলে দীর্ঘ সময় সংহতি স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। দত্তপুকুর স্টেশন পর্যন্ত ট্রেনটি আসার পর ট্রেন থেকে যাত্রীদের নেমে যেতে বলা হয়।

সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ওই ষাঁড়টির । দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় পরের দিকে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায় অন্যান্য স্টেশনে। ফলে সোমবার সকালের দিকে বেশিরভাগ ট্রেন প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছয়। ফলে এ সপ্তাহের প্রথম দিনেই নিত্যযাত্রীদের পাশাপাশি অফিস যাত্রীর দুর্দশা চরমে ।তার সঙ্গে প্রবল ভিড়, তীব্র গরমে একেবারে নাজেহাল বনগাঁ লোকালের যাত্রীরা। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর।