দেশ লিড নিউজ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে তপ্ত ভূস্বর্গ

একসপ্তাহ শেষেও এনকাউন্টার শুরু হল উপত্যকায়। শনিবার সকাল থেকে জম্মু–কাশ্মীরের বাদগাম জেলায় জঙ্গি–সেনাবাহিনীর গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ। এনকাউন্টার অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও জারি রয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভয়ঙ্কর নাশকতা করতেই তৎপর হয়েছিল জঙ্গিরা।

জম্মু–কাশ্মীর পুলিশ সূত্রে খবর, ভোরে বাদগাম জেলার মানচোয়া এলাকায় একদল জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। এরপরই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। আচমকাই লুকিয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। শুরু হয় গুলির লড়াই।

পুলিশ সূত্রে খবর, গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি একে-৪৭ ও পিস্তল উদ্ধার করা হয়েছে। ওই জঙ্গির পরিচয় জানা না গেলেও পুলিশের সন্দেহ, ওই যুবক সদ্যই জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই উপত্যকায় গ্রেনেড হামলা চালাচ্ছে জঙ্গিরা। গতকালও জম্মু–কাশ্মীরের রাম্বান জেলায় বানিহাল শহরে গ্রেনেড হামলা হয়। সেই ঘটনায় দুই পথচলতি ব্যক্তি আহত হন। এই নিয়ে বিগত দুই দিনে তিনবার গ্রেনেড হামলা হল।