দেশ ব্রেকিং নিউজ

কেরলে হদিশ মিলল ৬৯ জন বাংলাদেশী নাগরিকের

এবার কেরলে ৬৯ জন বাংলাদেশির হদিশ পেল বিএসএফ। উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে বাংলাদেশ যাওয়ার পথে এক যুবককে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করে কেরলে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের খোঁজ মেলে। ধৃতের নাম উজ্জ্বল গাজি। বাড়ি ওই দেশের দেওয়ানপাড়ায়।

বিএসএফ সূত্রে খবর, ওই রাতে প্রায় সাড়ে ১০টা নাগাদ ৯৯ নম্বর ব্যাটালিয়নের জিতপুর সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশ যাচ্ছিল ধৃত যুবক। তখন সড়কের পাশে বিএসএফের জওয়ানদের দেখে পাটের খেতে গা ঢাকা দেয় সে। তল্লাশি চালিয়ে তাকে ধরে ফেলেন জওয়ানরা। ওই ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রবি কান্ত জানান, ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ আটকাতে জওয়ানরা কঠোর ব্যবস্থা নিচ্ছে। অনুপ্রবেশকারী ও দালালরা জওয়ানদের হাতে ধরা পড়ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, ধৃত যুবককে বিএসএফ আউটপোস্টে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় ধৃত জানিয়েছে, বছর খানেক আগে সে হিলি সীমান্ত দিয়ে চোরাপথে এদেশে এসেছিল। তারপর দালালদের সাহায্যে সে কেরলের এর্নাকুলাম পৌঁছায়। সেখানে তার মতো আরও প্রায় ৬০ জন বাংলাদেশি বিভিন্ন কোম্পানিতে কর্মরত। তারা প্রত্যেকেই ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাপথে এদেশে এসেছিল।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কখনও পাঁচজন, কখনও আবার সাতজন বাংলাদেশির এক একটি দল সীমান্ত রক্ষী বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকে পড়ছে। এজন্য বাংলাদেশিরা সীমান্তবর্তী এলাকায় দালালদের মোটা টাকা দিচ্ছে। বাংলাদেশিদের রাতারাতি নকল পরিচয় পত্র তৈরি করে দিচ্ছে চোরাকারবারীরা। সেই পরিচয়পত্র নিয়ে তারা দেশের বিভিন্ন রাজ্যে বেসরকারি সংস্থায় কাজে যোগ দিচ্ছে।