আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

গাজায় অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা ইজরায়েলি বাহিনীর, মৃত বহু

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই! অ্যাম্বুলেন্সকে এবং স্বাস্থ্যকেন্দ্রকেও হামলা চালাতে কসুর করছে না ইজরায়েলের হানাদাররা। সরকারী বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলি বাহিনী আহতদের পরিবহনকারী অ্যাম্বুলেন্সের একটি কনভয় লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

গাজায় হামাস সরকার শুক্রবার জানায়, একটি ইজরায়েলি হানা অ্যাম্বুলেন্সের একটি কনভয়কে আঘাত করেছে এবং এই হামলাকে স্বাস্থ্য মন্ত্রণালয় সিলমোহর দিয়েছে। আরও জানা গেছে, এই হানায় সংশ্লিষ্ট অঞ্চলটির বৃহত্তম হাসপাতালের কাছে একাধিক লোক নিহত হয়েছেন। যুদ্ধের সময় চিকিৎসালয় বা অ্যাম্বুলেন্স যে গাজায় নিরাপদ নয় তা অত্যন্ত পরিষ্কার করে দিয়েছে শুক্রবারের এই হামলা। ঘটনার সত্যতা হিসেবে একটি সংবাদমাধ্যম নিশ্চিতভাবে জানিয়েছে, ঘটনাস্থলে একটি ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সের পাশে বহু সংখ্যায় মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে।