হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা শহর চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইজরায়েলি বাহিনী। এখন সেখানে চূড়ান্ত অভিযান চালানো সময়ের অপেক্ষা মাত্র।
ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ইজরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছে। এ শহরকে হামাসের কেন্দ্র বিবেচনা করা হয়।
তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইজরায়েল। গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইজরায়েলি স্থল অভিযান। ইজরায়েলি হামলা–অভিযানের মুখে গাজায় ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
গাজায় অভিযান বন্ধ করা ও যুদ্ধবিরতির জন্য ইজরায়েলকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ বিষয়ে দানিয়েল হাগারি বলেন, আপাতত যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আলোচনার টেবিলে নেই।
শুক্রবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা সিটি বর্তমানে ইজরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইজরায়েল সেখানে হামাসের কমান্ড কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ভূখণ্ডের দক্ষিণ অংশে পালিয়ে যেতে বলেছে।
গাজার এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, গাজা সিটিকে কেন্দ্র করে বিরামহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। যে কোনো সময় তাদের স্থল সেনারা গাজায় ঢুকে পড়বে। যদিও হামাসের তুমুল প্রতিরোধে ইজরায়েলিরা এখনও গাজা সিটির ভেতর ঢুকতে পারেনি।
এদিকে যুদ্ধের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যাচ্ছে, হামাসযোদ্ধারা তাদের গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইজরায়েলি সেনাদের ওপর মর্টার হামলা চালিয়ে আবার দ্রুত সুড়ঙ্গে ঢুকে পড়ছে।