জেলা ব্রেকিং নিউজ

ভোটের আবহে বনগাঁয় সাড়ে চার কোটির সোনা উদ্ধার

ভোটের আগে সোনা উদ্ধার বনগাঁর ভারত বাংলাদেশ সীমান্তে। নির্বাচনের মুখে তিনটি পৃথক অভিযানে প্রায় সাড়ে চার কোটি (৪ কোটি ৩০ লক্ষ) টাকার সোনা সহ এক মহিলা যাত্রী ও এক ট্রাক চালক এবং বাস থেকে দুই পাচারকারীকে আটক করল পেট্রাপোল সীমান্তের বিএসএফ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ থেকে আসা একটি খালি ট্রাকে তল্লাশি চালায় পেট্রাপোল বন্দরের কর্মরত ১৪৫ নাম্বার ব্যাটেলিয়ান বিএসএস। সেখান থেকে উদ্ধার হয় ৩০ টি সোনার বিস্কুট। বুধবার সকালে এক মহিলা যাত্রী পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে আসার সময় সন্দেহভাজন ভাবে তল্লাশি চালায় বিএসএফ। তার কাছ থেকে ২ টি সোনার বিস্কুট উদ্ধার হয়।

অন্যদিকে কলকাতা গামী একটি যাত্রী বাহি বাসে তল্লাশী চালিয়ে দুই সোনা পাচারকারীকে আটক করে বিএসএফ। তাদের কাছ থেকে ১৮ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া ৫০ টি সোনার বিস্কুটের ওজন ৫ কিলো ৮৩৯.৪৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩০ লক্ষ ৬৬ হাজার ১৬৫ টাকা। উদ্ধার হওয়া সোনা সহ আটক পাচারকারীদের পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।