জেলা লিড নিউজ

শঙ্কর আঢ্যর ১৪ দিনের ইডি হেফাজত

রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শঙ্কর আঢ্যকে শুক্রবার রাতে গ্রেফতার করে ইডি। শনিবার ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির দাবি মেনে নিল ব্যাঙ্কশাল আদালত।

বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করে ইডি। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। শনিবার সকালে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে তাকে ১৪দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য , শুক্রবার সকাল সাতটা নাগাদ শঙ্কর আঢ্যর বাড়ি ও শ্বশুরবাড়িতে হানা দিয়েছিল ইডি। টানা ১৭ ঘণ্টা তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন ব্যাঙ্কশাল আদালতে ইডি জানায় রেশন দুর্নীতির পিছনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য দুর্নীতির টাকা বিদেশে পাঠিয়েছেন হাওয়ালার মাধ্যমে। তাই তাঁকে জেরা করতে চায় ইডি।