ব্রেকিং নিউজ রাজ্য

আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য কড়া নির্দেশ দেওয়ার পরই বিভিন্ন জেলা থেকে একের পর এক উদ্ধার হছে আগ্নেয়াস্ত্র ও বোমা।আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ।

শনিবার রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেকের বৈশাখী খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করে সন্দেহজনক ভাবে ঘুরতে থাকা দুই ব্যক্তিকে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও ধৃত ওই দুই দুষ্কৃতী বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল।ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হবে। পাশাপাশি পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কি কারণে অভিযুক্তেরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল বা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তাও খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

অন্যদিকে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলী থানার পুলিশ পেটকুলচাঁদ ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান চালায়। এরপরই পেটকুলচাঁদ ব্রিজ এলাকায় উদ্ধার হয় লং পাইপগান সহ কার্তুজ।ধৃত ওই দুষ্কৃতীর নাম আজিজুল লস্কর। সে কুলতলীর দক্ষিণ দুর্গাপুর এলাকার বাসিন্দা। ধৃত ওই দুষ্কৃতীকে পুলিশি হেফাজতে রেখে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি আগ্নেয়াস্ত্রগুলি কি উদ্দেশ্যে আনা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।