খেলাধুলা ব্রেকিং নিউজ

ফের শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ

দীর্ঘ বিরতির পরে ফের শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ।শনিবার দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বেঙ্গালুরু খেলবে উড়িষ্যার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি।

আইএসএলে শনিবার দুটি ম্যাচে মুখোমুখি হচ্ছে যে চারটি দল তারা প্রত্যেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে লড়ছে। ওড়িশা, কেরালা, বেঙ্গালুরু ও জামশেদপুর প্রতিটি দল প্রথম ছয়ে যাওয়ার জন্য লড়লেও ওড়িশা ইতিমধ্যেই নিজেদের স্থান প্রথম ছয়ে পাকা করে ফেলেছে। তাদের লীগে শীর্ষস্থান পাওয়ার বিষয়টি অত্যন্ত অনিশ্চিত কারণ তাদের হাতে রয়েছে চারটি ম্যাচ এবং পয়েন্টের দিক থেকে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট তাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এমনকি পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা এফসি গোয়া তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে যদিও গোয়া একটি ম্যাচ বেশি খেলেছে।পঞ্চম স্থানে রয়েছে কেরালা। প্রথম দুটি স্থানাধিকারী দলের মধ্যে কেরালার জায়গা পাওয়া কার্যত অসম্ভব। পাশাপাশি প্রথম ছয়ে থাকার বিষয়ে তারা অনেকটাই নিশ্চিত।

অন্যদিকে বেঙ্গালুরু ও জামশেদপুরের লক্ষ্য ষষ্ঠ স্থান পাওয়া। ১৯ টি ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্ট ২১। ষষ্ঠ স্থানের লক্ষ্যে তাদের সঙ্গে টক্কর চলছে এবারের আইএসএলে নবাগত পাঞ্জাব এবং নর্থইস্ট ইউনাইটেড।