আন্তর্জাতিক

লকডাউনের মেয়াদ বাড়ছে ব্রিটেনে!‌

লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা ছিল ২১ জুন। তবে যে হারে করোনা সংক্রমণ ফের বাড়ছে, তাতে আনলকের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলেই জানান তিনি। আর তার জেরে আবার লকডাউনের পথে হাঁটতে পারে ব্রিটেন বলে সূত্রের খবর।

সোমবারই ব্রিটেনে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া হবে কিনা, তা নিয়ে ঘোষণা করার কথা প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের জেরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। ২১ জুনের বদলে জুলাই মাসের ১৯ তারিখে লকডাউন তুলে নেওয়া হতে পারে বলেই দাবি করেছে একটি স্থানীয় সংবাদপত্র।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর লকডাউন পিছনোর জল্পনা শুরু হতেই মন্ত্রিসভায় ক্ষোভ তৈরি হয়েছে। বেশিরভাগ মন্ত্রীরই মতে, লকডাউনের মেয়াদ আরও একমাস বৃদ্ধি করলে চরম ক্ষতির মুখে পড়তে হবে। যা কাটিয়ে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়াবে। শনিবার ব্রিটেনে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩৮ জন। তার উপর এই সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে।