ব্রেকিং নিউজ রাজ্য

তন্ময়ের পর বিশ্বজিৎ তৃণমূলে

বর্ষীয়ান নেতা মুকুল রায়ের পথে আরো দুই বিজেপি বিধায়ক। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূল ভবনে দলীয় পতাকা তুলেছিলেন! পরের দিন অর্থাৎ আজ তৃণমূলে যোগদান করেছেন বনগাঁর উত্তরের বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। ক্যামাক স্ট্রীটের একটি হোটেলে শিল্পমন্ত্রী ও মহাসচিব পার্থ চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূলে  ফিরলেন তিনি!

অনেকদিন ধরেই বিজেপির কোন দলীয় অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছিল না! প্রশ্ন করলে একাধিকবার তিনি এই বিষয়টি এড়িয়ে যান ব্যক্তিগত কাজ আছে বলে! বনগাঁর সংসদের সঙ্গে তাঁর একাধিকবার মতপার্থক্য দেখা দিয়েছে সেটা সর্বজনবিদিত! বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন ওখানে যায় তিনি বিষয়টি এড়িয়ে যান সেখানে উপস্থিত না হযয়ে! শেষমেষ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ এই যোগদান!

তৃণমূলের দলে ফিরেই বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বজিৎ দাস,”বিজেপির নেতৃত্ব বহিরাগ, এরা বাংলা ভাষা বোঝে না! সেজন্য বহিরাগতদের প্রতি বাংলার মানুষ আকৃষ্ট হয় না!”  বিজেপির টিকিটে জিতেও মানুষের জন্য কিছু কাজ করতে পারছিল না! কারণ ওই দলে কাজ করার মত পরিবেশ নেই! সেইজন্য তার মন হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা অনেক এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে সারা ভারতবর্ষেকে পথ দেখাবে মমতা ব্যানার্জি! মমতা ব্যানার্জির সরকারের উন্নয়নের শামিল হওয়ার জন্যই আজকের এই যোগদান বলে তিনি জানান। মানুষকে সামনে থেকে সেবা করা যাবে!