ব্রেকিং নিউজ রাজ্য

বিজেপি বিধায়কদের বাস আটকালো পুলিশ

সন্দেশখালির খবর জানতে সন্দেশখালির পথে রাজ্যপাল সেই সময় বিজেপি বিধায়ক ও প্রতিনিধি দলের সন্দেশখালি যাওয়া আটকে দিল পুলিশ। সন্দেশখালির সন্দেশ জানতে বিজেপি বিধায়কদের সন্দেশখালি যেতে দিতে নারাজ প্রশাসন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধিদলকে আটকানো হয় তা কলকাতা থেকে একটা নাগাদ সন্দেশখালি উদ্দেশ্যে যাত্রা করে।

সন্দেশখালি দুরস্ত, সন্দেশখালি থেকে ৬৫ কিলোমিটার দূরে বিজেপি প্রতিনিধি দলের বাস বাসন্তী হাইওয়ে থেকে ঢিলছোড়া দূরত্বে সায়েন্স সিটির কাছে আটকে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা সরব হন এভাবে পুলিশ তাঁদের আটকে দেওয়ায়। তাঁরা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে একটানা স্লোগান দেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। কিন্তু তাঁদের এগোতে দেওয়া হয়নি।

বিজেপি প্রতিনিধিদলকে আটকে দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান তিনি জঙ্গি বা হিজাবুল মুজাহিদিনের সদস্য নন যে তাঁকে এভাবে রাজ্যে কোথাও যেতে বাধা দেওয়া হবে।দেড়ঘন্টার বেশি সময় ধরে সায়েন্স সিটির কাছে আটকে রাখা হয় সন্দেশখালিগামী বিজেপি প্রতিনিধি দলের বাস। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয় সেখানে।