দক্ষিণ কোরিয়ায় ভেঙে পড়ল একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ঘটনাটি ঘটেছে সোমবার। যদিও দুর্ঘটনায় বিমানটি ভেঙে পড়লেও অক্ষত রয়েছেন যুদ্ধবিমানের চালক। কি কারণে দুর্ঘটনা ঘটল তা জানা যায় নি। মার্কিন বিমান বাহিনীতে এফ ১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। যা টেকনলোজির দিক থেকে অত্যন্ত এগিয়ে।
যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ মহড়ার জন্য আকাশে ওড়ার পর এক সময়ে সেটি পীত সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট বাইরে বেরিয়ে আসতে সক্ষম হোন। পরে তাকে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করেন বলে জানা গিয়েছে।