আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

সন হিউং-মিন ম্যাজিক, এশিয়া কাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া

টান টান উত্তেজনা ভরা ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে উঠল দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের সঙ্গী হয়েছে জর্ডান। শুক্রবার রাতে আরেক কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানকে ১-০ গোলে হারায় জর্ডান।

এক সময় মনে হচ্ছিল হার থেকে কয়েক সেকেন্ড দূরে দক্ষিণ কোরিয়া। এদিন ৪২ মিনিটে আলেক্সান্ডার গুডউইনের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ জমে ওঠে ইনজুরি টাইমে (৯০+৬)। হোয়াং হি-চ্যান গোল করে সমতা আনেন। এরপর অতিরিক্ত সময়ের খেলায় (১০৪ মিনিট) টটেনহাম তারকা সন হিউং-মিন ফ্রি-কিক থেকে গোল করে দক্ষিণ কোরিয়াকে অবিশ্বাস্য জয় এনে দেন।

অপরদিকে এশিয়া কাপে গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে ইরানের মুখোমুখি হয় জাপান। আরেক ম্যাচে কাতারের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান।

আগামী ৬ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল ও ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল। ১০ ফেব্রুয়ারি লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।