আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

বিশ্বকাপে আজ এশিয়দের নজর দক্ষিণ কোরিয়ার দিকে

মরু দেশে এশিয় ঝড় উঠেছে। আর এরই মধ্যে সন্ধ্যে সাড়ে ছ’টায় মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে। লাতিন আমেরিকার যে দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ উদ্বোধন হয়েছিল সেই উরুগুয়ে ২২ তম বিশ্বকাপে এশিয়ার এমন একটি দেশের মুখোমুখি হতে চলেছে বহু অঘটন যারা ঘটিয়েছে। ১৯৫৪ সালে প্রথমবার বিশ্বকাপের আসরে অবতীর্ণ হওয়ার ৩২ বছর পরে দক্ষিণ কোরিয়া দ্বিতীয়বার বিশ্বকাপ খেলে। অতঃপর ক্রমশ উত্থান।

২০০২ সালে দেশের মাটিতে সেমিফাইনাল খেলার গৌরবও রয়েছে তাদের। ২০১০ সালে শেষ ষোলোতেও পৌঁছেছিল তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৮ তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ১৪ নম্বরের উরুগুয়ের লড়াই দেখার জন্য আগ্রহে অপেক্ষা করছেন ক্রীড়া প্রেমীরা। কারণ কাগজে-কলমে যার জোরই বেশি হোক, এবার যে মরু শহরে ঝড় উঠেছে এশিয়দের।

ইতিমধ্যেই ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছে সৌদি আরব আর জাপান বুধবার একই ব্যবধানে জার্মানিকে। দুটি ম্যাচের চিত্রই কার্যত একই। প্রথমার্ধে আর্জেন্টিনা ও জার্মানি এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সব হিসেব ওলোটপালট করে দিয়েছে এশিয় দুই দেশ।