বাংলাদেশ

শেখ হাসিনার জন্মদিনে চীনের শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীন সরকার। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি ফুলের তোড়া পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের অ্যাটাশে উ পেং এবং আরেক সিনিয়র কর্মকর্তা গণভবনে গিয়ে এ শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশীদ আলম চীন সরকারের পাঠানো এই শুভেচ্ছা গ্রহণ করেন।