আন্তর্জাতিক

প্রকাশ্যে চুমুতে জরিমানা সৌদিতে

প্রকাশ্যে চুমু দিলে পর্যটকদের জন্য জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এছাড়া পানি ফেলা, থুতু ফেলা, কোনো সারি লঙ্ঘন, বিনা অনুমতিতে ছবি তোলা বা ভিডিও করা, নামাজের সময় গান বাজানোসহ অশালীন পোশাক পরিধান ও প্রকাশ্যে আবেগময় কোনো দৃশ্যের অবতারণাসহ ১৯টি অপরাধের জন্য জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। এসব অপরাধে ৫০ রিয়াল (১৩ মার্কিন ডলার) থেকে ছয় হাজার রিয়াল (এক হাজার ৬০০ ডলার) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

৪৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা উন্মুক্ত করার পর শনিবার সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিধিমালার মানে হচ্ছে, পর্যটক ও দর্শনার্থীদের জন্য এটা নিশ্চিত করা যে তারা জনসম্মুখে আচরণ সম্পর্কিত আইন সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং তা মেনে চলতে পারে।’ সৌদি পুলিশ এই আইন প্রয়োগের একক ক্ষমতার অধিকারী বলেও এতে জানানো হয়েছে।