ব্রেকিং নিউজ রাজ্য

লকডাউন শিথিলের আশ্বাস মমতার

নজিরবিহীন লকডাউনে খাবার দাবার পাওয়া যাবে তো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। সবজি ব্যবসায়ী থেকে অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি, আটকানো যাবে না কোথাও। পরিস্থিতি বিবেচনা করে লকডাউন শিথিল করার ইঙ্গিতও দিলেন।
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জরুরি পরিষেবা ও হোম ডেলিভারির মতো পরিষেবা আটকানো যাবে না। সবজি বিক্রেতারাও বিক্রিবাটা করবেন। কৃষকরাও চাষ করবেন। তবে দূরত্ব রেখে। হোম ডেলিভারি চালু থাকবে। হোম ডেলিভারির জন্য পাস দেওয়া হবে।
লকডাউন পরিস্থিতি বিবেচনা করে শিথিল করার আশ্বাসও দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ৩১ তারিখ পর্যালোচনা করে স্থির করব। ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন। তার মধ্যে পয়লা বৈশাখও পড়বে। বিবেচনা করে জানাব, কী কী ছাড় দেব। ২১ দিন হয়ে গেল খাবার পাব না, এমনটা ভাববেন না। একমাসের রেশন একবারে দিয়ে দিচ্ছি। আপনাদের কেউ দেখার জন্য নেই ভাববেন না।