৬ হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলায় বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার ৯৭.৭৯ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।
বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে জুহুতে শিল্পা শেট্টির ফ্ল্যাট। এছাড়া পুণেতে রাজ কুন্দ্রার বাংলো। রাজ কুন্দ্রার নামে যে ইক্যুয়িটি শেয়ার রয়েছে, তাও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হওয়ার পরই ইডি তদন্ত শুরু করে।
শিল্পা ছাড়াও এই মামলায় নাম জড়ায় অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ ও মহেন্দর ভরদ্বাজের। অভিযোগ, এই অভিযুক্তরা বিটকয়েনের মাধ্যমে বিপুল টাকা আদায় করেছিল। ২০১৭ সালেই দুর্নীতির মাধ্যমে বাজার থেকে ৬৬০০ কোটি টাকা তুলেছিল অভিযুক্তরা।
জানা গিয়েছে, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫টি বিটকয়েন পেয়েছিল। ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম তৈরি করার জন্যই রাজ কুন্দ্রা বিটকয়েনের মাধ্যমে এই টাকা পেয়েছিল। রাজ কুন্দ্রার কাছে থাকা ওই ২৮৫টি বিটকয়েনের বর্তমান মূল্য ১৫০ কোটি টাকারও বেশি।
ইডির দাবি, গোটা দুর্নীতি চক্রের মাথা ছিলেন অমিত। নিরীহ মানুষকে টোপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করেছিলেন তিনি। সেই বিটকয়েনই পরে রাজের কাছে যায়, বর্তমানে যার বাজারদর প্রায় ১৫০ কোটি টাকা। সেই প্রেক্ষিতেই রাজের ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।