আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

আগামী তিন দিনে ৩ – ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ! বৃষ্টি কবে? জানাল হওয়া অফিস

দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বগামী৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনে আরও ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহভর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে।

শনি ও রবিবার চরম তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। এরমধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পারদ। 

উত্তরবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে অর্থাৎ উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রতিদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে। দিনের আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। লু-এর পরিস্থিতি রয়েছে বেশ কয়েকটি জেলায়।

তবে তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে আবহাওয়ার পরিবর্তন হবে, সেইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।