ঢাকা : নিজেদের জীবন বঁচাতে সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন বাংলাদেশি নারী। সৌদিতে গৃহকর্মীর কাজে গিয়ে নির্যাতনের শিকার হয়ে কর্মক্ষেত্র থেকে পালিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তারা।গ্রেফতার হওয়ার পর থেকে নির্যাতনের শিকার এই নারীরা রয়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের সেফ হোমে। কেউ সাত মাস, কেউ দুই মাস ধরে আটকে রয়েছেন সেখানে।এর আগে ভিডিও প্রকাশ করে দেশটির হবিগঞ্জের হোসনা আক্তার বুধবার রাতে দেশে ফিরেন। আর গত ১৫ নভেম্বর দেশে ফিরেন পঞ্চগড়ের সুমী আক্তার।এ বিষয়ে দেশটির শীর্ষ এনজিও ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন নারীকর্মী। এই নারীদের আমার স্যালুট। রাষ্ট্র বা নিয়োগকর্তা কেউ তাদের শেখায়নি। তারা নিজেরাই এই কৌশল নিয়েছে। আমি গত ১০ বছর ধরে বলছি, আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হোক তারা যাতে বিপদে পড়লে জানাতে পারে। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে। বাংলাদেশের গণমাধ্যমসূত্রে জানা গিয়েছে, ভিডিও বার্তা পাঠানো নারীরা রিয়াদের সেফ হোমে রয়েছেন। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ৩৫ নারীর সবার পরিচয় জানা যায়নি। ১৩ জনের নাম ও পাসপোর্ট নম্বর জানা গেছে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির মাধ্যমে।