খেলাধুলা ব্রেকিং নিউজ

ইতিহাস গড়ে ঘরে ফিরল দুই সোনার মেয়ে

ইতিহাস গড়ে ঘরে ফিরল দুই বঙ্গ তনয়া। বৃহস্পতিবার বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমবার তাদের হাত ধরেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। বৃহস্পতিবার ঘরে ফেরে বিশ্বজয়ী দলের সদস্য দুই বঙ্গকন্যা তিতাস সাধু ও ঋষিতা বসু। এদিন কলকাতা বিমানবন্দরে তাঁদের সংবর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা তিতাস এদিন বলেন, “আপাতত জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার লক্ষ্য তাঁর।”

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে শেফালি ভার্মার নেতৃত্বে খেলতে নামে ভারতীয় দল। বঙ্গকন্যা তিতাস সহ টিম ইন্ডিয়ার অনবদ্য বোলিংয়ের দাপটে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ব্রিটিশ ইনিংস। মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেওয়া তিতাসের হাতে তুলে দেওয়া হয় ম্যাচের সেরার শিরোপা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এদিন বলেন, “সরকার সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। পরিকাঠামো গড়ে তোলার জন্য যাবতীয় সাহায্য করতেও আগ্রহী রাজ্য সরকার।” ইতিমধ্যেই বিশ্বজয়ী দলের সদস্যদের জন্য আর্থিক পুরষ্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভারতের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তিন বঙ্গকন্যা। তাঁদের মধ্যে দু’জন বাড়িতে ফিরলেও সিনিয়র দলের হয়ে খেলার জন্য ফিরতে পারেননি উইকেটকিপার রিচা ঘোষ।