খেলাধুলা লিড নিউজ

স্বপ্নভঙ্গ! ঘরের মাঠে লজ্জার হার ভারতের, ৬ বার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তব হল না ঘরের মাঠে। ভারতের আবার ৪ বছর অপেক্ষার পালা।

ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে রোহিত শর্মার ব্যাট দেখে মনে হয়েছিল ভারত বড় রানের টার্গেট দিতে চলেছে অস্ট্রেলিয়াকে। ৩১ বলে ৪৭ করে রোহিত শর্মা ফেরার পরে অস্ট্রেলিয়ার ক্যালকুলেটেড বোলিংয়ের সামনে খোলশের মধ্যে বুকে পড়ে ভারতীয় ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম ইন্ডিয়া। কে এল রাহুলের ৬৬ রান বা বিরাট কোহলির হাফ সেঞ্চুরি ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তখনও মনে হয়েছিল এই পিচে রান করা কঠিন। কিন্তু দশম উইকেটে কুলদীপ এবং সিরাজ ছিল মোটামুটি ভালো। ৫০ তম ওভারের শেষ বলে ভারত ২৪০ রানে অলআউট হয়ে যাওয়ায় ২৪১ রানের লক্ষ্যমাত্রা ছিল অস্ট্রেলিয়ার সামনে।

বুমরা ও সামি দ্রুত তিনটি উইকেট ফেলে আশা জাগালেও ট্রাভিস হেড ও লাবুশানের পেশাদারী মনোভাবের কাছে মাথা নত করে টানা দশটি ম্যাচ জেতার পরেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় ভারত। ট্রাভিস হেড ১৩৭ রান করে একাই ভারতীয় বোলিংকে দুরমুশ করে দেন। লাবুশানের সংগ্রহ অপরাজিত ৫৮। চতুর্থ জুটিতে ১৯২ রান তুলে দলকে ৬ উইকেটে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার অন্যতম অন্যতম প্রধান কারিগর ছিলেন হেড -লাবুশানে। কুলদীপ–সিরাজদের বোলিংকে ক্লাব পর্যায়ে নামিয়ে আনেন হেড-লাবুশান জুড়ি। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই নিয়ে ৬ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অজিরা।