জেলা

আজ থেকে খুলছে জুলজিক্যাল পার্ক

খাঁচা থেকে পালিয়ে যাওয়া চিতা ধরা পড়ায় ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক ফের জনসাধারণের জন্য খোলা থাকবে বলে বনদপ্তর জানিয়েছে। গত বৃহস্পতিবার ওই পার্কে থাকা পার্কে থাকা হর্ষিণী নামের একটি চিতাবাঘ খাঁচা থেকে পালিয়ে যায়। শুক্রবার বাঘটিকে উদ্ধার করে ফের খাঁচাবন্দি করে বনদপ্তর। ঝাড়গ্রাম রেঞ্জের ডিএফও শেখ ফরিদ বলেন, চিতাবাঘটি এখন সুস্থ ও স্বাভাবিক রয়েছে। রবিবার থেকে চিড়িয়াখানা জনসাধারণের জন্য খোলা রাখা হবে।

ঘটনার জেরে পার্কে সাধারণের জন্য অনির্দিষ্টকাল বন্ধ রাখার কথা জানিয়েছিল বন দপ্তর। বাঘটি সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠায় আজ রবিবার থেকে পুনরায় পার্ক সাধারণের জন্য খোলা থাকবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

চিতাবাঘটিকে পৃথক খাঁচায় রেখে সহজপাচ্য খাবার দেওয়া হচ্ছে। বাঘটিকে আপাতত অন্যত্র না পাঠিয়ে এখানেই রাখা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত পুজোর সময় এই পার্কে উপচে পড়া ভিড় হয়। তবে কেন্দ্রীয় জু অথরিটির নিষেধাজ্ঞা থাকায় এই পার্কে বোটিং বন্ধ থাকবে। ঝাড়গ্রাম ট্যুরিজম ফাউন্ডার তথা ট্রাভেল এজেন্ট অ্যসোসিয়েশন অব বেঙ্গল গভর্নিং বডির সদস্য সুমিত দত্ত বলেন, পুজোর সময় দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা সকলেই জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক পরিদর্শন করেন।