স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

বিশ্বব্যাপী মহামারি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে। যুক্তরাজ্যের পর জাপান, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিজ্ঞানীরা আরও দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। যুক্তরাজ্যে মহামারি রোধে বিধিনিষেধ আরও কঠোরের পাশাপাশি জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নতুন স্ট্রেইনের কারণে দক্ষিণ আফ্রিকা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে। গেল ১৪ ও ২৩ ডিসেম্বর করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর ব্রিটেন বিধি নিষেধ আরও কঠোরের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি ইংল্যান্ডের সবগুলো অঞ্চলকে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে।

যুক্তরাজ্য হয়ে করোনার নতুন ধরন অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, আইসল্যান্ডের পর এবার কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও শনাক্ত হয়েছে। এটি অনেক বেশি সংক্রামক হওয়ায় তা আরও অনেক দেশে খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিদেশি নাগরিকদের জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিজেদের নাগরিকদের দেশে প্রবেশে অধিকাংশ দেশ করোনা নেগেটিভ সনদ বাধ্যতা মূলক করেছে। ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে। দক্ষিণ আফ্রিকাতে করোনার দ্বিতীয় ধাক্কার সঙ্গে নতুন ধরন যুক্ত হওয়ায় হাসপাতালগুলো চিকিত্‍সা দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট রাতে কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন।

চলমান করোনা মহামারিকে সতর্কবার্তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক বলেছেন, সামনের বছর মহামারি আরো প্রাণঘাতী হয়ে উঠতে পারে।করোনার নতুন ধরন মোকাবিলায় এখনই দেশগুলোকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।