আন্তর্জাতিক স্বাস্থ্য

আগামী বছর মিলবে করোনা ভ্যাকসিন

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল তাদের ভ্যাকসিন সহযোগী গাভি’‌র সঙ্গে মিলে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। তাদের একমাত্র লক্ষ্য ২০২১ সালের মধ্যে কোভিড–১৯ ভ্যাকসিনের অন্তত ২০০ কোটি ডোজ বাজারে ছাড়া। এই উদ্যোগেরও প্রধান লক্ষ্য এই মুহূর্তে দ্রুত করোনা ভাইরাসের টিকা বের করা। চলতি বছরের জুন মাসে গাভি’‌র উদ্যোগে শুরু হয় কোভাক্স ফেসিলিটি। করোনার টিকা তৈরি করার জন্যে এটি একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম। এই ফেসিলিটি বিমা পলিসি হিসেবে কাজ করবে, যাতে কিছু গবেষণা সফল না হলেও ভ্যাকসিন তৈরির কাজে কোনও বাধা না আসে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. হর্ষ বর্ধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ডের অন্যতম সদস্য। তিনি জানান, ভারত ৬০ শতাংশ ভ্যাকসিনের যোগান দিতে পারবে। তিনি হু–কে অনুরোধ করেছেন যাতে ফাস্ট ট্র্যাকে ভ্যাকসিন ট্রায়াল করা যায় সে দিকে নজর দিতে। কারণ বিশ্বের প্রত্যেকটি দেশের নজর এখন করোনা টিকার দিকেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে জোট বেঁধে হু এই কাজে গতি আনার চেষ্টা করছে। ক্লিনিকাল ট্রায়ালের জন্যে প্রয়োজনীয় সব পদক্ষেপই করা হয়েছে। কিছু সংখ্যক মানুষের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।
গাভি’‌র সিইও ডা. সেথ বার্কলে জানান, এই ভ্যাকসিন চুক্তির ফলে ২০২১ সালের মধ্যে ২০০ কোটি ডোজ তৈরি করা সম্ভব হবে। ফলে আতঙ্ক, আক্রান্ত, মৃত্যু ঠেকানো যাবে বলে মনে করছেন অনেকেই। কারণ বিশ্ব জুড়ে যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যু ঘটছে সেখান থেকে উদ্ধারের একমাত্র উপায় প্রতিষেধক। সেটা পেয়ে গেলেই করোনা থেকে মুক্তি।