বাংলা জুড়েই শীতের প্রভাব। গত কয়েকদিন ধরে ১৪ ডিগ্রির কাছাকাছি রয়েছে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। উত্তরবঙ্গে আরও কম তাপমাত্রা। অবাধ উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আরও নামবে তাপমাত্রা।
পৌষের শুরুতেই কাঁপিয়ে শীত আসতে চলেছে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বাংলায়। রবি- সোমবার নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা পূ্র্ব দিকে সরে আসবে। ফলে সিকিম, অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে তুষারপাতও। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
আজ, কলকাতায় পরিষ্কার আকাশ। সকালেই জমিয়ে শীতের আমেজ অনুভব করেছে শহরবাসী। আগামী কয়েকদিন শীতের প্রকোপ আরও বাড়বে বলে জানা গেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। পশ্চিমের জেলাগুলিতে ১০-র কাছাকাছি পৌঁছবে পারদ। রবিবার থেকে পারদ আরও নামতে পারে বলে খবর। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তর রাজস্থানে ব্যাপক শৈত্যপ্রবাহের পূর্বাভাস। উত্তর রাজস্থান রীতিমতো কাঁপছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশেও শৈত্যপ্রবাহের সর্তকতা। আগামীকাল ও পরশু রবি ও সোমবার পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, এবং দিল্লির একাংশ শৈত্যপ্রবাহে কাঁপবে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশেপঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। মধ্য ভারতে আরও ৫ ডিগ্রি নামবে পারদ। সেই শীতল হাওয়া এসে কাল থেকে রাজ্যে শীত আরো বাড়বে।
তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে শ্রীলংকা সংলগ্ন ভারত মহাসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের মধ্যভাগে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী সপ্তাহের শেষে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ফলে সমুদ্র উত্তাল হবে।