খেলাধুলা দেশ ব্রেকিং নিউজ

১০৬ রানে জয়, সিরিজে সমতা আনল ভারত

হায়দ্রাবাদ টেস্টের প্রথম দুই ইনিংসে এগিয়ে ছিল ভারতই। তবে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও পরিস্থিতি অনেকটা একইরকম থাকলেও এবার আর সুবিধা করতে পারেনি বেন স্টোকসের দল। তাদের ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল ভারত।

চতুর্থ ইনিংসে চতুর্থ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৯ উইকেটে ৩৩২ রান। কাজটি বেশ কঠিনই ছিল। প্রথম সেশনেই তারা তুলে ফেলে ১২৭ রান। যদিও ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে পরিষ্কার ফেভারিট হয় ভারত। একমাত্র ক্রলি ছাড়া সবাই সেট হয়েও উইকেট বিলিয়ে আসেন। এই সেশনে রেহান আহমেদ, ওলি পোপ, জো রুট, জ্যাক ক্রলির পর জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় ভারত। ৭৩ রান করে ফেরেন ক্রলি।

এরপর ইংল্যান্ডের দরকার ছিল ৪ উইকেট হাতে রেখে ২০৫ রান। শেষের দিকের ব্যাটারদের পক্ষে যেটি প্রায় অসম্ভবই ছিল। তবু নিভুনিভু আশার প্রদীপ হয়ে ছিলেন অধিনায়ক বেন স্টোকস। তিনি ‘মিরাকল’ ঘটাতে পারেন, সেটি এখন বিশ্বাস করেন অনেকেই। তবে কোনোকিছুই ঠিকমতো হলো না ইংল্যান্ডের। রান নেওয়ার সময় স্টোকসের হেলেদুলে দৌড়ের সুযোগ নিয়ে সরাসরি স্টাম্পে আঘাত করে শ্রেয়স আইয়ারের থ্রো। শেষ হয়ে যায় নিভু আশাও।

তবে ভারতের জয়কে প্রলম্বিত করেন বেন ফোকস ও টম হার্টলির অষ্টম উইকেট জুটি। ইনিংসের সর্বোচ্চ ৫৫ রানের জুটি গড়েন তারাই। শেষ পর্যন্ত ২৯২ রানে থামে ইংল্যান্ড। ১০৬ রানে জয় পেয়ে সিরিজে সমতা আনে ভারত।

ভারতের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করে দলের বেশিরভাগ রানে অবদান রাখেন যশস্বী জয়সোয়াল। তবে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া বুমরাহ। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে তৃতীয় টেস্টে ফের মুখোমুখি হবে দুই দল।