পুরীর আদলে দিঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সেই খবর আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইসকনের রথ যাত্রায় অংশ নিয়ে আরেক বড় ইঙ্গিত দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী বছর দিঘায় রথ যাত্রার চেষ্টা করব।’
মঙ্গলবার রথযাত্রা উপলক্ষ্যে কলকাতার ইসকন মন্দিরে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর সঙ্গে সেখানে হাজির ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার বেলা ১টা নাগাদ এই রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা মেনে মুখ্যমন্ত্রী রথে চড়ে জগন্নাথের মঙ্গল আরতি করেন। তাঁকে ফুল অর্পণ করেন। তারপর রথ থেকেই শান্তির বার্তা দেন তিনি রাজ্যবাসীকে। এমনকী আজ প্রথা মেনে রথের পুজো শেষ করে তিনি সকলের সঙ্গে রথের দড়িতে টান দেন।
প্রসঙ্গত চলতি বছরের এপ্রিলের শুরুতেই দিঘা গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এখানে বিরাট কর্মযজ্ঞ চলছে৷ আর একটা জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে।’’ মুখ্যমন্ত্রী আরও জানান, পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতাতেই তৈরি হবে দিঘার এই নির্মীয়মাণ মন্দির। এখানে রথ থাকবে। এখানে থাকবে ভোগ ঘর-সহ আনুষঙ্গিক ব্যবস্থা। রাজস্থান থেকে বিশেষ স্যান্ডস্টোন আনা হয়েছে। সেই পাথরেই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথদেবের মন্দির।