রাজ্য লিড নিউজ

আজ ও কাল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, প্রধান অতিথি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি

চলতি মাসের ২১ ও ২২ তারিখ রাজ্য অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ইতিমধ্যেই শহর কলকাতা সেজে উঠছে পোস্টার, ব্যানারে। এই বাণিজ্য সম্মেলনে ২০ টি দেশ থেকে শিল্পপতি ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

সরকারি ভাবে ঘোষণা করা না হলেও, সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে হাজির থাকবেন ভারতীয় শিল্পপতি ও ধনীতম ব্যক্তি, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ৩৫ জন শিল্পপতি এই সম্মেলনে হাজির হতে পারেন। পাশাপাশি বাংলার শিল্পপতিরাও এই সম্মেলনে যোগ দেবেন।

এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের মূল ফোকাস যে MSME-র উপর তা স্পষ্ট করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দেশ-বিদেশের শিল্পপতিদের পাশাপাশি রাজ্যের শিল্পপতিরাও এই সম্মেলনে যথেষ্ট গুরুত্বপূর্ণ।