করোনা যেভাবে গ্রাস করে নিচ্ছে গোটা বিশ্বকে সেই পরিস্থিতিতে তারাপীঠের মন্দির খোলা থাকবে কিনা তা একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। মন্দির খোলা থাকলেও সেখানে কি প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা? সোমবার বৈঠকে বসেছিলেন তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। সেই বৈঠকে এই বিষয়ে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন বৈঠকের পর কমিটির তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির। করোনা বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন পুন্যার্থীরা। একসঙ্গে ৫০ জন দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন। তাঁরা পুজো শেষ করে মন্দির প্রাঙ্গন ছাড়লে তবেই পরের ৫০ জন প্রবেশ করতে পারবে। মন্দিরের গর্ভগৃহে ঢুকলেও মাতৃমূর্তি স্পর্শ করতে পারবেন না। জড়িয়ে ধরা যাবে না মাতৃমূর্তিও। মন্দিরে রাখা মাতৃমূর্তির চরণে অঞ্জলি দিতে হবে দর্শনার্থীদের।
তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, মন্দিরে প্রবেশ করার জন্য আপাতত অনলাইনে বুকিং করা চলবে না। যাঁরা এই বুকিং করেছে, তা বাতিল করা হবে। এছাড়াও অনলাইনে তারাপীঠের হোটেল বুক করতে পারবেন না পর্যটকেরা। স্পটে এসেও তাঁরা হোটেল বুক করতে পারবেন কিনা, তা সন্ধেয় জানানো হবে।
এর আগে করোনা আবহে ২০২০ সালে টানা ৪২ দিনের জন্য বন্ধ ছিল তারাপীঠ মন্দির। কৌশিকী অমাবস্যা এবং রথযাত্রার সময়ও হতাশ ছিলেন দর্শনার্থীরা। ২০২১ সালেও একই নিয়ম মেনেছিল মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী অমাবস্যা এবং রথযাত্রার সময় টানা ১৫ দিন মন্দির বন্ধ ছিল।