করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ রাজ্য

ককটেল থেরাপির অগ্নিমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাবুল সুপ্রিয়

চারিদিকে শুধু ওমিক্রন আতঙ্ক! এরমধ্যেই করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। একবার, দু’বার নয়, তৃতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলেন বাবুল। একই সাথে আক্রান্ত তাঁর বাবা সুনীলচন্দ্র বড়াল, স্ত্রী রচনা ও পরিবারের একাধিক কর্মচারী। মঙ্গলবার একথা বাবুল নিজেই টুইট করে জানিয়েছেন।

বাবুল সুপ্রিয় লিখেছেন, “আমি, আমার স্ত্রী এবং অনেক কর্মীদের করোনা রিপোর্ট পজিটিভ। কিন্তু আমার উদ্বেগের বিষয় হল, গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের দেওয়া ককটেল ভ্যাকসিনের দাম ৬১ হাজার টাকা। আমার বাবার ৮৪ বছর বয়স এবং ওনার জন্য এই ককটেল ভ্যাকসিন খুব প্রয়োজন।”

একইসাথে বাবুল এদিন একাধিক টুইটে ককটেল থেরাপির অগ্নিমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আবেদন, বাজারে এখন ককটেল ইনজেকশন অমিল। কিন্তু এটা প্রয়োজন। তাই টিকাকরণের সঙ্গে এই ককটেল ইনজেকশন যেন সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়।

ককটেল থেরাপি নিয়ে বাবুল আরও যোগ করেন, “আর্থিকভাবে পিছিযে থাকারা এই ডোজ কীভাবে কিনতে পারে?” তবে দেশে করোনার প্রকোপ বাড়লেও বহু মানুষের মধ্যেই এখনও সচেতন নন। মাস্ক পরতে অনেকেরই অনীহা। এই নিয়েও চিন্তা প্রকাশ করেছেন বাবুল।

অপর একটি টুইটে তৃণমূল নেতা বাবুল লেখেন, “ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েও যখন মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তখন সরকারের উচিত টিকাকরণের সঙ্গেই এই ককটেল ইনজেকশন সরকারি হাসপাতালে সরবরাহ করা। টিকাকরণ আবশ্যিক কিন্তু ককটেল ইনজেকশনই এখন সময়ের চাহিদা।” এমনকি এই
টুইটটি তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেন।