খেলাধুলা লিড নিউজ

এশিয়া কাপের ভারতীয় দলে থাকছে কারা?

অবশেষে এশিয়া কাপের ভারতীয় দল ঘোষিত হল। প্রতিযোগিতা শুরু হওয়ার ৯ দিন আগে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১৭ জনের চতালিকা প্রকাশ করা হয়েছে। জল্পনার অবসান করে এশিয়া কাপের দলে ফিরলেন শ্রেয়স আইয়ার। চোট কাটিয়ে দলে ফিরলেন লোকেশ রাহুলও। এছাড়াও সব থেকে বড় চমক, এশিয়া কাপে ভারতীয় দলে ডাক পেয়েছেন তিলক বর্মা। গত ক্যারিবিয়ান ও আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন এই বাঁ হাতি ব্যাটার। রাহুল, শ্রেয়স ও বুমরার প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মত বিশেষজ্ঞদের।

অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, শুভমন গিল, ঈশান কিষান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। চলতি মাসের শেষ থেকেই বসতে চলেছে ১৬ তম এশিয়া কাপের আসর। হাইব্রিড মডেলে এবার অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

এদিন উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা, হেডকোচ রাহুল দ্রাবিড় ও বিসিসিআই সচিব জয় শাহ। এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মোট ১৭ জন ক্রিকেটার। একজন রয়েছে ব্যাক আপ। এর মধ্যে সেরা ১৫ জনকে নিয়ে তৈরি হবে বিশ্বকাপের দল। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকর।