খেলাধুলা ব্রেকিং নিউজ

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রাহানে, জাডেজা ও ইশান্ত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। এদের প্রত্যেকের শরীরের কোন অংশে চোটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট, জাডেজার ডান হাতে চোট এবং ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে। এই মুহূর্তে প্রত্যেকেই বিশ্রামে রয়েছেন।

কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাহানে কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে। জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আজ থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর আগে কানপুরের গ্রিন পার্কে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অমীমাংসিত ছিল। কিন্তু এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ দখল করাই ভারতের লক্ষ্য। ম্যাচ শুরু না হলেও, দলের তিন অভিজ্ঞ ক্রিকেটারের চোট ভারতীয় দলের জন্য একটা বড় ধরনের ধাক্কা।