রাজ্য লিড নিউজ

কবে মিলবে শীতের দেখা

জাওয়াদ এর জের কাটতেই মনে হয়েছিল এবার হয়তো শীতের পথে বাধা কাটল৷ কিন্তু চলতি সপ্তাহেও শীতের দেখা নেই৷নিম্নচাপের কারণে বারবার বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। সেই সঙ্গে চলছে বৃষ্টি। ফলে রাজ্যে প্রবেশ করেও ধরা দেয়নি শীত। অথচ ভোরের আকাশ কুয়াশায় মুখ ঢেকেছে৷ কবে জাঁকিয়ে শীতের দেখা মিলবে তার অপেক্ষায় রয়েছেন শীতপ্রেমীরা।

আগামী রবিবার থেকেই রাজ্যে শীতের আবির্ভাব হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এক ধাক্কায় অনেকটা নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবাবের মধ্যে কলকাতার তাপমাত্রা নামবে তিন থেকে চার ডিগ্রি।

শুক্রবার সকালেও উত্তুরে হাওয়া ও পশ্চিমি ঝঞ্জার সংঘাতের কারণে মেঘলা আকাশ। বৃহস্পতিবার রাতে একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে । তবে শুক্রবার বেলার দিকে দেখা মিলবে রোদের। শনিবার থেকে শীতের মাত্রা বাড়বে। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল। সেই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে পড়েছে গাঙ্গেয় বঙ্গে৷ এদিকে রাতে তাপমাত্রা কম থাকছে৷ ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা সৃষ্টি করেছে। অনেকে আবার বলছে কলকাতার প্রবল দূষণই ঘন কুয়াশার জন্য দায়ী৷ তাছাড়া বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে৷ যার জেরে ধাক্কা খাচ্ছে শীত৷

চলতি বছরে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে প্রবেশ করেছিল শীত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রির কাছে। কিন্তু নিম্নচাপের দাপটে বারবার বাধা পেয়েছে উত্তুরে হাওয়া ফলে উধাও হয়েছে শীত। এখন দেখার ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহে কেমন শীত অপেক্ষা করছে শীতপ্রেমীদের জন্য ।