গত বছর ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট পরীক্ষা নেয় রাজ্য৷ তার পর দু’মাস পার হয়ে গিয়েছে কিন্তু, এখনও ফল প্রকাশিত হয়নি৷ কবে টেটের ফল বেরবে তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি৷ এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানাননি প্রাথমিক শিক্ষা পর্ষদ।
সামনে লোকসভা ভোট ঘোষণা৷ তবে কি ভোটের জন্য টেটের ফল প্রকাশ পিছিয়ে যাবে? নাকি তার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল বার করে দেবে? এই নিয়ে উদ্বেগে রয়েছে প্রার্থীরা।
পর্ষদ সূত্রের দাবি, লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাব টেটের ফল প্রকাশের উপর পড়বে না। কারণ, অনেক আগেই পরীক্ষা হয়ে গিয়েছে। তাই ফল প্রকাশে কোনও অসুবিধা নেই। এবারে প্রাথমিকের টেট দিয়েছে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের এক আধিকারিক জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া চলছে। মার্চের মধ্যেই টেটের ফল প্রকাশিত হবে।