শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের শুভ বিবাহ সুসম্পন্ন। কিন্তু তাঁদের বিয়ের রিসেপশনে রাখা কার্ড ঘিরে শুরু হয়েছে সমালোচনা। ৬ তারিখ তাদের রিসেপশনের দিন কোনও মিডিয়ার ভেতরে প্রবেশ নিষেধ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সেই কার্ডে।
যেখানে লেখা ছিল, দয়া করে মিডিয়া – ব্যক্তিগত সিকিওরিটি এবং ড্রাইভারদের প্রবেশ নিষেধ। এই পোস্ট দেখে অনেকেই বলেছেন, বিষয়টা ইংরেজদের ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষেধের মত লাগছে। গোটা ঘটনায় ভীষণ ক্ষুব্ধ অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
তাঁর কথায়, “আমায় যে গুটিকতক মানুষ ইন্ডাস্ট্রিতে ভালবাসেন তাঁরা ব্যাক্তিগত স্বার্থের কারণেই কিছু বিতর্কিত বিষয় এড়িয়ে যেতে বলেছেন। অর্থাত্, যা হচ্ছে হোক। কিন্তু তুমি ইগনোর করো এমন কিছু। চেষ্টা যে করিনি এমনটা নয়। কিন্তু এই বিষয়টা এড়িয়ে যেতে চেয়েও পারছি না।”
শ্রীলেখা আরও বলেছেন , “এনাদের বিয়ে প্রসঙ্গে আমার কোনও বক্তব্য নেই। বিগত কয়েকদিন যাবত, দুটি বিয়ে নিয়ে মিডিয়া খুব উচ্ছ্বাস এবং উত্ফুল্লতা দেখিয়েছিল। তারা ছবি শেয়ার করেছেন। ছবি নয়, বরং ছবির নিচে লেখাটা পড়ুন। শুনেছি, ব্রিটিশ শাসন চলাকালীন ক্লাবে লেখা থাকত, ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষেধ। আমার এটা দেখে কিছুটা তাই মনে হল। বাকি আপনাদের অভিমত। মিডিয়া, আগামীতে কারওর বিয়ের জন্য ধৈর্য ধরে রাখুন।”
You must be logged in to post a comment.