বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

ফের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগেই হোয়াটসঅ্যাপে এসেছে এআই অ্যাসিস্ট্যান্স। এবার তারা নিয়ে এল ‘লিস্টস’। চ্যাটকে আর সহজ করে তোলার এক ফিচার।

এই ফিচারের কাজ হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকী ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে।

যাঁরা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন। সে একজন ব্যবসায়ী, অফিসের কর্তা, শিক্ষক যাই হোক, তাঁদের জন্য এই ফিচারটি বিশেষ লাভ জনক হতে চলেছে।হোয়াটসঅ্যাপের এই ফিচারটির ফলে এই অ্যাপ এখন অনেক বেশি সোশ্যাল। এরপর হোয়াটসঅ্যাপের আরও এক গুরুত্বপূর্ণ ফিচারের নাম হল এআই অ্যাসিস্ট্যান্স। এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। এবার আত্মপ্রকাশ করতে চলেছে মেটা এআই ভয়েস মোড ফিচার। নামকরণ থেকেই পরিষ্কার, এবার সরাসরি ইউজারদের সঙ্গে কথা বলবে কৃত্রিম মস্তিস্ক।