মেসেজিং অ্যাপগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যাপ হোয়াটসঅ্যাপ। সহজ ব্যবহার পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এই হোয়াটসঅ্যাপ। আর এই জনপ্রিয়তাকে বজায় রাখার জন্য ও ব্যবহারকারীদের আরও অত্যাধুনিক অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ।
এবার ছবি থেকেই বানানো যাবে স্টিকার। নতুন আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। মেসেজিং অভিজ্ঞতা আরও ভাল করতে নতুন ফিচার্স আনা হচ্ছে।
জানা গিয়েছে, ব্যবহারকারীরা যে কোনও ছবি স্টিকারে পরিণত করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বিটা ইনফো জানিয়েছে, এই ছবি স্টিকার করে ব্যবহার করলেও নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না।
সম্প্রতি হোয়াটসঅ্য়াপ এনেছে ১৫.১ ইউনিকোড ইমোজি। হোয়াটসঅ্য়াপ মেসেজে সামগ্রিক অভিজ্ঞতা বাড়াতে আরও অনেক নতুন ফিচার্স আনছে হোয়াটসঅ্য়াপের প্রধান সংস্থা মেটা।