খেলাধুলা ব্রেকিং নিউজ

করোনার থাবা, কি হবে আইপিএলের ভবিষ্যৎ

আবার মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। দেশ জুড়ে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। করোনায় আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের এক খেলোয়াড়। যার ফলে আগামী বুধবার পুনের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা আদেও নামতে পারবেন কি না তা নিয়ে চিন্তায় ক্রিকেট মহল।

আগামী বুধবার পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু জানা গেছে, সোম ও মঙ্গলবার,এই দুদিনই পুরো দলকে হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে দিল্লির অনুশীলনও। সূত্রের খবর দুদিনের মধ্যে দিল্লির সব খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে বুধবারে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা আদেও পুনের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে নামতে পারবেন কি না।

এর আগে দিল্লি দলের এক ফিজিও ও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার দলের এক অস্ট্রেলিয়ান অল রাউন্ডার তিনিও করোনায় আক্রান্ত। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসে ভীষণ ভাবে বিরাজ করছে করোনা।

তবে বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কােনও বিবৃতি দেওয়া হয়নি। আদৌ টুর্নামেন্ট কি স্থগিত রাখা হবে, না সবরকম সাবধানতা বজায় রেখে টুর্নামেন্ট চলবে, তা এখনও জানা যায়নি।

গতবছরে করোনার কারণে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় আইপিএল। চলতি মরসুমে করোনার প্রকোপ ফের বাড়ছে ভারতে। সেই পরিস্থিতিতে আইপিএল কি সিদ্ধান্ত নেবে কতৃপক্ষ সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।