ব্রেকিং নিউজ রাজ্য

বঙ্গে নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার বিষয়ে কী বলছে হাওয়া অফিস

তাপমাত্রার ওঠানামা কারণে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই শহর কলকাতা থেকে শীত উধাও। সকালের দিকে আকাশ কুয়াশাছন্ন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়ছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। যদিও রাতের দিকে তাপমাত্রা ক্রমশ বেড়েছে।

বুধবার থেকে শুষ্ক রয়েছে শহর কলকাতার আবহাওয়া। আপাতত বঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-এই তিন জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার কারণে বঙ্গে রয়েছে আবহাওয়া বদলের সম্ভাবনা।বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য কমলেও নতুন করে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে বিদায় নেবে শীত। বাড়বে তাপমাত্রার পারদও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।