বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় চলতি অর্থ বছরের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে এই বাজেট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন বেলা তিনটে থেকে বাজেট পেশ করবেন তিনি। এরপর আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি তা নিয়ে আলোচনা হবে বিধানসভায়। রাজ্যের আর্থিক ঘাটতি মেটাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে, রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বাড়বে কিনা, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। তবে এদিন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু হবে বাজেট অধিবেশন। কেননা বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস।
জানা গিয়েছে, এবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ ছাড়াই। সোমবার অধিবেশনের প্রথম দিনই বিধানসভার স্পিকার জানিয়েছিলেন, রাজ্যপালের ভাষণ ছাড়াই কী ভাবে বাজেট অধিবেশনের সূত্রপাত হয়েছে, তার ব্যাখ্যা দেবেন তিনি। সেই মতোই বুধবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন হওয়া বেআইনি নয়। এর আগেও সংসদে এইরকম ঘটনা ঘটেছিল। ১৯৬২ সালে সংসদে একইভাবে রাষ্ট্রপতির ভাষণ ছাড়াই সংসদের বাজেট অধিবেশন বসেছিল। ২০০৪ সালেও একই ঘটনা ঘটেছিল। যে অধিবেশন এখন চলছে, তা গত বছর শীতকালীন অধিবেশনেরই ধারাবাহিকতা। এটিই বছরের প্রথম অধিবেশন নয়। তাই রাজ্যপালের ভাষণ দিয়ে এই বাজেট অধিবেশন শুরু করতে হবে এমন কোনও মানে নেই।’ তবে, রাজ্যপালের ভাষণ বাদ দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলেও এই নিয়ে রাজভবন এখনও পর্যন্ত কোনও আপত্তি জানায়নি।