ব্রেকিং নিউজ রাজ্য

নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছে ইডি?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর দাবি ইডির । নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ ও তার সঙ্গীদের মাধ্যমে কোটি কোটি টাকা পৌঁছে যেত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রভাবশালীদের কাছে। শুক্রবার,নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নগর ও দায়রা আদালতে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

তাদের দাবি, কুন্তলের ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৬ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। যা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। এই টাকার উৎস কি? কে কার সঙ্গে এত টাকা লেনদেন করেছে? এই সব তথ্য জানতেই, ফের কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ফের কুন্তল ঘোষকে আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

যদিও ইডির দাবি, ১৩০ জন চাকরিপ্রার্থীর প্রত্যেকের থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল ঘোষ। চাকরি বিক্রির নামে ১০ কোটি ৪০ লক্ষ টাকা ও অন্যান্য প্রতিশ্রুতি দিয়ে, ১২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে নিয়েছিলেন কুন্তল। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। শুধু তাই নয়, কুন্তলের বাড়ি থেকে গত বছরের ডিসেম্বরের টেটের ২৫০ ওএমআর শিট পাওয়া গেছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।