দেশ লিড নিউজ

কুস্তিগীরদের পদক গঙ্গায় ভাসাতে যাওয়া নিয়ে কী বললেন ব্রিজভূষণ?

যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ ও সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তাঁর গ্রেফতারের দাবিতে ধরনায় বসেছিলেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ারা। কিন্তু তারপরেও মুখে কুলুপ কেন্দ্রের।

প্রতিবাদে হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে পদক বিসর্জন দিতে গিয়েছিলেন ভারতীয় কুস্তিগীররা। কিন্তু কুস্তিগীররা শেষমুহূর্তে থেমে যান কৃষক নেতা নরেশ টিকায়েতের হস্তক্ষেপে। এদিন কুস্তিগীরদের বুঝিয়ে গঙ্গার ঘাট থেকে সরিয়ে নিয়ে যান কৃষক নেতারা।

জানা গিয়েছে, কুস্তিগীররা পদক বিসর্জন দিতে গঙ্গার ঘাটে জমায়েত হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি কেন্দ্রের কোনও প্রতিনিধি। ঘাটে বসেই কান্নায় ভেঙে পড়েন ভিনেশ, সাক্ষীরা। শেষ মুহূর্তে সেখানে এসে হাজির হন কৃষক নেতা নরেশ টিকায়েত। তার কথায় সিদ্ধান্ত থেকে বিরত থাকেন কুস্তিগীররা।

মঙ্গলবার রাতেই এ বিষয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্রিজভূষণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,‘পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত একেবারেই কুস্তিগীরদের নিজেদের। আমার কিছুই করার নেই। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। আমি যদি কোনও অন্যায় করে থাকি, তাহলে আমাকে গ্রেফতার করা হবে। ’

প্রসঙ্গত, বছরের গোড়া থেকেই ব্রিজভূষণের প্রতিবাদে পথে নেমেছেন অলিম্পিক – কমনওয়েলথ পদকজয়ী কুস্তিগীররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটের মতো তারকারা দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, অবিলম্বে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।