দেশ লিড নিউজ

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল আজ, বাংলা থেকে কারা?

পশ্চিমবঙ্গে একুশের নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। নির্বাচনে ভালো ফলের আশায় বেশ কয়েকজন সাংসদকে বিধানসভা ভোটে দাঁড় করিয়ে দিয়েছিল বিজেপি। কিন্তু দুজন বাদে কেউ জিততে পারেননি। তাঁরাও পরে বিধায়ক পদ ছেড়ে লোকসভার সদস্য থাকার সিদ্ধান্ত নেন। এবার লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। তাই ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ল বিজেপি। বুধবারই হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। সেখানে বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে তরুণ ও শিক্ষিত সাংসদদের মন্ত্রিসভায় আনতে চলেছেন প্রধানমন্ত্রী।

এখন প্রশ্ন উঠছে বাংলা থেকে কারা সুযোগ পেতে চলেছেন? যা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে জোর জল্পনা কল্পনা চলছে। জানা যাচ্ছে, বাংলা থেকে একাধিক সাংসদকে মন্ত্রী করা হতে পারে। এছাড়া আরও কয়েকজন হেভিওয়েট নেতাকে নিয়েও জল্পনা রয়েছে।

দিল্লি বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। মূলত রাজবংশী ভোট ধরে রাখতেই তাঁকে মন্ত্রিসভায় জায়গা করে দিতে চায় বিজেপি। নিশীথ বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে রয়েছেন, ইতিমধ্যেই বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে। নিশীথের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

অপরদিকে, বনগাঁর সাংসদ শান্তুনু ঠাকুরও মন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে। মতুয়া ভোটের লক্ষ্যেই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে বলে রাজনৈতিক মহলের অভিমত। দুজন ছাড়াও নাম উঠে আসছে লকেট চট্টোপাধ্যায় ও জগন্নাথ সরকারের নাম। এঁদের মধ্যে কোনও একজন বা দুজনের ভাগ্যেই শিকে ছিড়তে পারে।