মারণ ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে দেশ। কিন্তু সম্পূর্ণ ভাবে নির্মূল করতে পারে নি। তাই এখনও চিন্তায় স্বাস্থ্য মহল। একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে মৃত্যুর হার। তবে টানা ১১ দিন পর রবিবার ২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।
স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। তবে টানা ১১ দিন পর গত একদিনে ২জনের মৃত্যুর কারণে চিন্তা কাটছে না স্বাস্থ্য মহলের। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০, ১৭, ৪৯৫। সুস্থ হয়েছেন ১৯,৯৫,৭১০ জন। আর প্রাণ হারিয়েছেন মোট ২১,১৯৯ জন। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ,
উল্লেখ্য, ১ এপ্রিল থেকে প্রায় সব রাজ্য থেকে করোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ উঠে গিয়েছে। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যেমন, মাস্ক পরা, স্যানিটাইজেশন, শারীরিক দূরত্ব বজায় রাখা। তবে বিশ্ব জুড়ে দাপট দেখাচ্ছে করোনা, আর তাই নতুন করে আবার কোন বিধি নিষেধ জারি করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। চলতি বছরের জুন মাসে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এই চতুর্থ ঢেউ কে রুখতে চলছে টিকাকরণ। শুরু হয়েছে ছোটদের টিকা, বয়স্কদের বুস্টার ডোজ। তাই ভয়াবহতা কিছুটা এড়ানো যেতে পারে বলে মনে করছে স্বাস্থ্য মহল।