দেশ লিড নিউজ

COVID 19: উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস

করোনা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশবাসী। পরিসংখ্যান বলছে, একটানা তিন দিন ধরে দেশের সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশজুড়ে বেড়েই চলেছে মহামারীর প্রকোপ। নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। দৈনিক সংক্রমণের সংখ্যা ৫ হাজারেরও বেশি। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লি, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও গুজরাটে সংক্রমণ সবেচেয়ে বেশি।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫০ জন। আক্রান্তের সংখ্যা প্রায় বেড়ে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ। তার মধ্যে কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪০০০। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের কারণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ৩২ হাজার ৮০০ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৭২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনায় সুস্থতার হার ৯৬.৭২ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।