বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ খুব ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই দিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আপাতত মেঘলা থাকবে এবং দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার সকালেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলাগুলিতে বৃষ্টি হয়েছে।
তবে, উপকূলের জেলা যেমন-দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টা প্রধানত মেঘলা থাকবে আকাশ, মাঝারি ধরনের বৃষ্টি হবে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলের কয়েকটি জেলায়।আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।